ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ

নুরের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Oplus_16777216
Oplus_16777216

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। 

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালি অংশে এই বিক্ষোভ করেন তারা।

এসময় মহাসড়কে ঢাকাগামী লেনে যানবাহন পরিবহন বন্ধ হয়ে যায়। তাদের বিক্ষোভে ছাত্র অধিকার পরিষদের প্রায় ৩০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রশাসনের একটি চক্র উঠে পড়ে লেগেছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকায় ভিপি নূরের শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলা করা হয়েছে। দ্রুত আওয়ামী লীগসহ ১৪ দলের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান নেতাকর্মীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print