টি-টুয়েন্টি ফরম্যাটে গেল কয়েকবছর ধরেই ধুকছে বাংলাদেশ ক্রিকেট দল। যা ইদানিং সময়ে আরও বেশি ধরা দিয়েছে। চলতি বিশ্বকাপ মঞ্চে ভালোর প্রত্যাশা শোনালেও যথারীতি বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিংয়ে দৈন্যদশা প্রকাশ পেলো।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম ম্যাচের শুরুটা দুর্দান্ত করেও শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের সামনে মাত্র ১৪৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয়েছে সাকিব বাহিনী।
হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ওভারে উদ্বোধনী জুটিতেই ৪৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে বাংলাদেশের ব্যাটারদের উইকেট বিলিয়ে দিয়ে আসার মিছিল বাড়তে থাকায় রান আর আশানুরূপ বাড়েনি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৪ রানে থেমে যেতে হয়েছে টাইগারদের।
এদিন ম্যাচে সর্বোচ্চ ৩৮ রান করেন আফিফ হোসেন ধ্রুব। শেষ দিকে ১২ বলে ২০ রান করে বাংলাদেশের রান ১৪০- এর কোটা পার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।
টাইগার শিবিরে জায়গা করে নেওয়া গতি দানব তাসকিন, শরিফুল ও মুস্তাফিজের দিকেই এখন সবার চোখ। বোলারদের অসাধারণ কীর্তিতে প্রথম ম্যাচটা টাইগাররা নিজেদের করে নিতে পারে কিনা সেটা সময় বলে দিবে।
এনসিএন/এআইএ