সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৮:১১ পিএম

ন্যায়ভিত্তিক মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিন: আবিদুর রহমান সোহেল

বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন। দেশ অবশ্যই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি মুক্ত হয়ে দাড়াবে। দেশ আজ সন্ত্রাস, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। জনগণের ভোটে দাড়িপাল্লাকে জয়যুক্ত করতে পারলে আমরা ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলব।

তিনি রবিবার বিকেলে বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের জলেশ্বরীতলা এলাকায় নির্বাচনী গণ সংযোগ ও কালিমন্দির এলাকায় পথসভায় একথা বলেন।

৭ নং ওয়ার্ড আমীর ইলিয়াস মাখদুনের সভাপতিত্বে ও সেক্রেটারী ড. শফিকুল ইসলামের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন শহর যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়া শহর সভাপতি মাহফুজুল হক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print