ডিসেম্বর ১, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ণ

পকেটমারকে আড়ালে নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ, পুলিশ কন্সটেবল ক্লোজড

সান্তাহার রেলওয়ে থানা। ছবি: ইন্টারনেট
সান্তাহার রেলওয়ে থানা। ছবি: ইন্টারনেট

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলস্টেশনে এক পকেটমারকে আড়ালে নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে মোসলেম উদ্দিন নামের পুলিশ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। সোমবার এমন তথ্য গণমা‌ধ্যমে নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম।

বিষয়টি সম্পর্কে সাকিউল আযম জানান, ‘পকেটমারকে আটক করে থানায় না নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ একজন পুলিশ সদস‌্যকে ক্লোজড করা হয়েছে। পরে তাকে পাকশী পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে।’

সান্তাহার রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নওগাঁর দোগাছী গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান তার বোনের মেয়েকে (ভাগ্নি) ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে তুলে দেয়ার জন্য সান্তাহার জংশন স্টেশনে আসেন।

ট্রেন স্টেশনে আসলে তাকে তুলে দেয়ার সময় এক পকেটমার তার পায়জামার পকেট থেকে টাকা ও ভাগ্নির হাতব্যাগ থেকে অলঙ্কার তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় পকেটমারকে হাতেনাতে ধরে প্লাটফর্মে দায়িত্বরত মোসলেম উদ্দীন নামের রেল পুলিশ সদস্যর কাছে সোপর্দ করেন তারা। ট্রেন চলে যাওয়ার পর রুকু জানতে পরেন আটক করা পকেটমারকে পুলিশ সদস্য মোসলেম উদ্দীন ছেড়ে দিয়েছেন।

বিষয়টি তিনি জিআরপি থানার ওসিকে জানালে শনিবার ওই পুলিশ সদস্যকে ক্লোজড করে পাকশী পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print