ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ণ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বগুড়ায় আনন্দ র‍্যালি

পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বগুড়া জেলা প্রসাশনের পক্ষ থেকে আনন্দ র‍্যালী। ছবিঃ এনসিএন
পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বগুড়া জেলা প্রসাশনের পক্ষ থেকে আনন্দ র‍্যালী। ছবিঃ এনসিএন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুন) সকাল ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ র‍্যালি শুরু হয়।

এদিন জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে অংশ নেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এতে আরও অংশ নেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, প্রশাসনিক, সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা।

র‍্যালিতে এ সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print