ডিসেম্বর ১, ২০২৫ ৮:০২ পূর্বাহ্ণ

পাটগ্রাম থানা চত্বরে বিএনপি-পুলিশের সংঘর্ষ : পুলিশসহ আহত ২০ জন

Oplus_16908288
Oplus_16908288

বুড়িমারী-রংপুর মহাসড়কে লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দু’জন কর্মীকে আটক করে এক মাসের সাজা দেয় পাটগ্রাম উপজেলা প্রশাসন। পাটগ্রামের সরেয়ার বাজার এলাকা থেকে রাতে বেলাল ও সোহেল নামে দু’জনের কাছে ১ লাখেরও অধিক টাকার রিসিভ মানিসহ আটক করেন বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। 

বিএনপির একটি সূত্র দাবী করছেন, বুধবার বিএনপির দু’জনকে অন্যায় ভাবে আটক করার খবরে বিএনপির কর্মী ও সমর্থকেরা ক্ষোভ সৃষ্টি হয়। এক পর্যায়ে রাতে পুলিশের সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে তোপের মুখে মধ‌্যরাতে ওই দু’জন ছেড়ে দেয় পুলিশ। গ্রেফতার ও সাজার ঘটনায় পুলিশের সঙ্গে কথা বলতে পর্যায়ক্রমে বিএনপি-র কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপলসহ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। মুলত গ্রেফতারের ঘটনায় অস্থিরতা তৈরী হলে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় বিএনপি নেতা চপলসহ বিএনপির প্রায় ১৫ জনের মতো আহত বলে দাবী বিএনপির ।

সরকারি আদেশ অমান্য করে পাথর কোয়ারির রয়্যালটির নামে পাটগ্রাম উপজেলার সরেয়ার বাজার নামক স্থানে পুনরায় বাশ দিয়ে বালুবাহী ট্রাক আটকে চাদা উত্তোলনের অপরাধে ২(দুই) ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ মোতাবেক ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য এসময় তাদের কাছ থেকে ১,০৯৫০০ টাকার মানি রিসিপ্ট জব্দ করা হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানায় হঠাৎ আক্রমনের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা বেশকিছু সরঞ্জামাদি নষ্ট করে দেয়। এসময় ৫ জন পুলিশ আহত হয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print