ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ

পোরশায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর পোরশায় অজ্ঞাত এক নারীর (৫৩) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের জনৈক নিলটনের চায়ের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দিলে এসআই গাউসুল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে লাশটি উদ্ধার করেন।

লাশের পরনে লাল রঙ্গের পায়জামা ও ব্লাউজ ছিল। রবিবার দিবাগত রাতের যে কোন সময় মহিলাটি মারা গেছেন বলে স্থানীয়রা ধারনা করছেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই গাউসুল আজম জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন এবং সোমবার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print