ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ

পোরশায় কৃষি অফিসের উদ্যোগে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় চলতি অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মো,আরিফ আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাবিলা আক্তার।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ। সঞ্চালনায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুর রহমান। উপ- সহকারী কৃষি অফিসার নিয়ামত উল্লাহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো,জাহাঙ্গীর আলম, উপজেলা মডেল প্রেসক্লাব সভাপতি আমির উদ্দীন বাবু সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এলাকার কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print