নওগাঁর পোরশায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) তিনি উপজেলার ছাওড় ইউনিয়নে বজ্র নিরোধক ছাউনি এবং গাঙ্গুরিয়া ইউনিয়নে ভূমি সহায়তা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ছাওড় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, এবং ছাওড় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস ও ছাওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
উঠান বৈঠকে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন এবং শিশু ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।