বগুড়া: ধুনটের আলোচিত নৃশংস হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে দাবি জানিয়েছেন নিহত আরিফুল ইসলাম হিটলুর স্ত্রী শেফালী খাতুন।
সোমবার (৯ মে) সকালে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ধুনট উপজেলার বেড়েরবাড়ি এলাকায় নিহত হিটলুর স্ত্রী শেফালী বেগম এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে শেফালী বলেন, ‘তার স্বামীকে (হিটলু) গত ১৬ এপ্রিল রাতে নৃশংশভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে ১৯ এপ্রিল স্থানীয় থানায় তিনি এক হত্যা মামলা দায়ের করেন। হিটলু হত্যায় জড়িতরা চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। এছাড়াও তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও সরকারি চাল আত্মসাৎসহ একাধিক মামলাও রয়েছে। তবে আসামীরা প্রভাবশালী হওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
তিনি আরও বলেন, হিটলু হত্যায় জড়িত আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ নিরব ভূমিকা পালন করছে। রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেফতার করছে না। এ নিয়ে থানায় গিয়ে পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ করনে। এসময় আসামিদের দ্রুত গ্রেফতার ও তার স্বামীর হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন শেফালী বেগম।
এনসিএন/এআইএ
