ডিসেম্বর ১, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বগুড়ায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা

প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বগুড়ায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা। ছবি: এনসিএন
প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বগুড়ায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা। ছবি: এনসিএন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বগুড়ায় দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বগুড়া সার্কিট হাউজের সম্মেলনা কক্ষে সকাল সাড়ে ৯ টা থেকে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।জেল প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধানমন্ত্রীর উদ্যোগের জন্য বিদ্যুৎ, নারী ক্ষমতায়ন, আশ্রয়াণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয়, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই ১০ বিষয় নিয়ে কর্মশালায় আলোচনা হয়।

প্রশিক্ষন কর্মশালায় জেলার অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

কর্মশালায় বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (উপসচিব) মোঃ আব্দুর রফিক, অতিরিক্ত পুলিশ সুপার আলী হয়দার, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print