বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ২ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, বগুড়া সদর উপজেলার গোকুল মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে নিশা আক্তার (২৮)। অন্যজন ধুনটের বিলচাপড়ী গ্রামের মোজাম্মেলের ছেলে রুমেল মিয়া (৩০)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে করোনেশন ইন্সটিটিউশন স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ৩০২ নম্বর কক্ষ হতে নিশা আক্তার নামে এক পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে জালিয়াতি করেন। পরে তাকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আটক করে পুলিশে সোপর্দ করেন।
এদিকে শহরের জিলা স্কুলে পরীক্ষার হল থেকে স্মার্টফোনসহ রুমেল মিয়া নামে এক পরীক্ষার্থীকে হাতেনাতে ধরেন দায়িত্বরত শিক্ষক। পরে তাকেও সদর থানায় সোপর্দ করা হয়।
আটক শিক্ষার্থীদের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে জালিয়াতির অভিযোগে একনারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হবে। একই সাথে প্রশ্নফাস চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার করার কথা জানিয়েছেন তিনি।
এনসিএন/এআইএ
