অক্টোবর ১৫, ২০২৫ ৬:৫৯ পিএম

ফেমা মানবিক সংস্থার ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

Oplus_19005440
Oplus_19005440

বগুড়ায় ফেমা মানবিক সংস্থা (ফেমাস) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের জলেশ্বরীতলা খাজাপাড়া এলাকায় প্রতিষ্ঠানটির শাখা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠানের নির্বাহি পরিচালক মো. আবু হানিফের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সহ-সভাপতি মোহাম্মদ হযরত আলী।

এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা সমবায় অফিসার মো. আব্দুস সালাম।

তিনি বলেন, ফেমা মানবিক সংস্থা এমন একটি অরাজনৈতিক সংস্থা যেখানে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সল্প মুনাফায় ক্ষুদ্র ঋণ, বেকারদের কর্মসংস্থানের প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, বাল্যবিবাহ প্রতিরোধে ও বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে দীর্ঘদিন ধরেই। আমি এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, বগুড়া সদর সমবায় অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের হিসাবরক্ষক হেলালুজ্জামান হেলাল, সারিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের হিসাবরক্ষক জিহাদ হোসেন, গাবতলী উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের হিসাবরক্ষক মো. আলী আজম, সিরাজগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজ কর্মী আব্দুল মালেক, প্রতিষ্ঠানের ম্যানেজার আনোয়ার হোসেন সহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print