বগুড়া ইলেক্ট্রনিক ব্যবসায়ি সমিতির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২০ আগষ্ট) বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারণ সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ও চার সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির নাম ঘোষণা করেন সদ্য সাবেক আহ্বায়ক মতিয়ার রহমান মানিক।
নির্বাচন কমিটিতে যারা রয়েছেন তারা হলেন, জাকির হোসেন, ইকবাল হোসেন, মো. সোহেল, আক্তারুজ্জামান সাবু।
এসময় সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সংগঠনটির সদ্য সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম শাহেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফি, ফয়জুল ইসলাম মানিক, রবিউল ইসলাম রুবেল, আমিনুল ইসলাম সুমন, সদস্য মো. ফারহান তোহা, আজাহার আলী, মো. তোহা, হাসিবুর রহমান বাবু প্রমুখ।
