বগুড়া প্রেস ক্লাবে সদস্য না করায় জনৈক সংবাদকর্মীর প্রকাশ্য আপত্তিকর মন্তব্যের বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেসবুকে স্ট্যাটাস বা কমেন্টে সমর্থন দেওয়া প্রত্যেকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর জনপদের নগরীর পেশাদার সাংবাদিকদের দায়িত্বশীল সংগঠন সম্পর্কে আপত্তিকর মন্তব্যে জড়িতরা প্রেসক্লাবে কালো তালিকাভুক্ত হচ্ছেন।
বৃহস্পতিবার বগুড়া শহরের স্টেশন রোডস্থ কার্যালয়ে প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে আয়োজিত সভায় সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস এবং মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা হয়। প্রেস ক্লাবের সদস্য হতে না পেরে যারা বিব্রতকর ঘটনার সঙ্গে জড়িত, তাদেরকে প্রেসক্লাবে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক নেতারা। আগামী ২৩ আগস্ট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রাহাত আহমেদ রিটু, সহ সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, মীর্জা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন, সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আলম মিলন, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু, এড. আব্দুল মান্নান, শামীম আলম, জহুরুল ইসলাম, গোলজার হোসেন মিঠু, মুক্তার শেখ, সায়েদুজ্জামান বিজয়, হারুন তালুকদার।
