অক্টোবর ২, ২০২৫ ৫:৩৪ পিএম

বগুড়া শহরে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে এক নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে শহরের চক ফরিদ এলাকার সোহেল রানার বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।  

নিহতের নাম জান্নাতি আক্তার (২৫)। তিনি আদমদিঘী উপজেলার সান্তাহার লেকো কলোনির মাজেদ হোসেনের মেয়ে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জান্নাতির স্বামী তুরস্কে থাকেন। সেই সুযোগে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। এক মাস আগে এক যুবককে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নেন। এরপর থেকে তিনি ওই বাসায় একাই বসবাস করতেন। তার স্বামী তুরস্কে থাকা অবস্থায় পরকীয়ার বিষয়টি জানতে পেরে স্ত্রী জান্নাতি তালাক দেন। এ খবর জানতে পেরে জান্নাতি ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।

ওসি জানান, ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বুধবার রাতে পুলিশে খবর দেন। পরে পুলিশ সেখানে পৌঁছে বাসার মালিকের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পারেন, খাটের ওপরে সিলিং ফ্যানের সঙ্গে জান্নাতির লাশ ঝুলছে। খাটের পাশে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে। লাশে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। জান্নাতির পরিবার পুলিশকে জানায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে জান্নাতির মোবাইল ফোন বন্ধ। একারণে পুলিশে ধারণা, ওই রাতেই জান্নাতি আত্মহত্যা করতে পারেন।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print