ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ণ

বগুড়ায় অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ ৪ জন গ্রেপ্তার

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার শিবগঞ্জে অসামাজিক কার্যকলাপের দায়ে ৩ নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরেরর শিশু পার্ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) ও কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)।

পুলিশ ও স্থানীয়রা বলেছে, আটককৃতরা শিশুপার্ক এলাকায় একটি ভাড়া বাড়িতে অসামাজিক কার্যকলাপ করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, গোপন সূত্রে জানতে পারি যে, আটকৃতরা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেছে। অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ চলমান রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print