ডিসেম্বর ১, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

বগুড়ায় আর.এ.সি ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু

বগুড়ায় হলুদ-মরিচসহ বিভিন্ন গুঁড়া মসলা পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠান আর.এ.সি ইন্ডাস্ট্রিজের যাত্রা শুরু হয়েছে।

সোমবার (১৭ ফ্রেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোত্তাকিনুল ইসলাম, রেদওয়ানুল ইসলাম ও মাসুম হোসেন।

তারা জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মানসম্মত গুঁড়া মসলা উৎপাদনের জন্য আর.এ.সি ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠিত করা হয়েছে। উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে তারা আপোষহীন।

সেইসাথে যাচাই করার জন্য হলেও প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্য কেনার জন্য ক্রেতাদের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির তিন চেয়ারম্যান।

প্রসঙ্গত, আর.এ.সি ইন্ডাস্ট্রিজ বর্তমান পণ্যের মধ্যে চিনিগুড়া (পোলাও) চাল এবং সরিষার তেলও রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print