২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। তবে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত আসর শুরুর আগেই বিশ্বকাপ উত্তেজনায় কাঁপছে গোটা দেশ। ৩০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়ে বিশ্বকাপকে স্বাগত জানিয়েছে বগুড়া জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা মাঠ থেকে পতাকা নিয়ে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালিতে প্রায় কয়েক শতাধিক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।
এদিন সরেজমিনে র্যালিতে গিয়ে দেখা যায়, র্যালিতে সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ৩০ ফুট লম্বা আর্জেন্টিনার কয়েকটি পতাকাসহ বিভিন্ন ব্যানার, হ্যান্ড ফ্ল্যাগ ছিল।
আনন্দ র্যালীর মূল পরিকল্পনাকারী ও আয়োজক সজল শেখ জানান, ‘আর দু’দিন পরেই বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। আগামী ২২ তারিখ প্রিয় দল আর্জেন্টিনার খেলা। সেই উপলক্ষে প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমরা আনন্দ র্যালী করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ, তাই এই বিশ্বকাপটি আমাদের জন্য খুবই স্পেশাল।’