বগুড়ার কাহালুতে জমির ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা বাচ্চু ইটভাটার পাশে জমির ড্রেনের পানিতে মরদেহটি ভাসতে দেখে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগের হওয়ায় মরদেহ ফুলে গেছে ও বিকৃত হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, মরদেহটি মানসিক ভারসাম্যহীন কারও হতে পারে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
