বগুড়া বগুড়া সদরের ঠেঙ্গামারা নিবাসী জামায়াতের নিশিন্দারা ইউনিয়নের নায়েবে আমীর রায়হান আলী মন্ডল (৭০) রবিবার ভোর রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
বাদ জোহর টিএমএসএস মেডিকেল কলেজ মাঠে নামাজে জানাযা শেষে ঠেঙ্গামারা দহপাড়া পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৪ পুত্র ১ কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। বগুড়া শহর জামায়াতের আমীর মাওলানা আবিদুর রহমান সোহেল জানাযায় ইমামতি করেন।
জানাযায় সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার সহ অসংখ্য মুসল্লী অংশ নেন। মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম রায়হান আলী সারা জীবন সমাজে কুরআন প্রতিষ্ঠায় কাজ করেছেন। এ জন্য বিগত সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। তার কর্মময় জীবন আমাদের অনুসরণ করতে হবে। মহান আল্লাহ তার সকল গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। অপর এক বার্তায় রায়হান আলী মন্ডলের ইন্তেকালে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তালিমুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, মাজলিসুল মুফাচ্ছিরিন বগুড়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল হালিম, সাধারন সম্পাদক মাওলানা ড. হেদায়েতুল ইসলাম।