ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ

বগুড়ায় নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

Oplus_16777216
Oplus_16777216

বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা নাশকতা মামলা রয়েছে। 

শনিবার শহরের জলেশ্বরীতলা ও কাহালু পৌর সদর এলাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বগুড়ার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা- বগুড়া শহরের নাটাইপাড়া ঈদগাহ মাঠ এলাকার আসাদুল ইসলামের ছেলে মামুন শেখ (২৫), একই মহল্লার আবু সাইদের ছেলে নোমান ইবনে সাইদ (২৬) এবং কাহালু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক রেজবানুল হক রাজু (২৯)। তিনি কাহালু পৌর শহরের সারাই মহল্লার আব্দুর রশিদের ছেলে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির জানান, গ্রেপ্তার তিনজন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতা মামলার আসামি। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই তারা পলাতক ছিল।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print