অক্টোবর ১৫, ২০২৫ ১:৫৩ এএম

বগুড়ায় পিতার লাশ আটকে রেখে সম্পত্তি আদায়

শাজাহানপুর থানা। ছবিঃ সংগৃহীত
শাজাহানপুর থানা। ছবিঃ সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধের জেরে পিতার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। 

রবিবার (১২ অক্টোবর) উপজেলার আড়িয়া ইউনিয়নের শালুকগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এতে প্রায় ২০ ঘণ্টা লাশ দাফন বিলম্ব হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হামেদ আলী (৫৮)। মৃত্যুর কিছুদিন আগে তিনি একমাত্র ছেলে মাসুদ রানা (৩০)-কে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে স্ত্রী ও দুই মেয়ের নামে বাড়ি ও জমিসহ সমস্ত সম্পত্তি লিখে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মাসুদ রানা পিতার দাফনে বাধা দেন এবং ন্যায্য সম্পত্তি দাবি করেন।

খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, মেম্বার ও আত্মীয়-স্বজনরা আলোচনা করে মুসলিম ফারায়েজ আইনের ভিত্তিতে সম্পত্তি বণ্টনের সিদ্ধান্ত নেন। পরে দলিল সম্পাদনের পর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টিকে পারিবারিক অমানবিকতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print