অক্টোবর ১, ২০২৫ ২:৫৫ এএম

বগুড়ায় পুকুরে বরশি দিয়ে মাছ ধরার সময় যুবদল নেতাকে কুপিয়ে খুন

Oplus_16908288
Oplus_16908288

হুইল বরশি দিয়ে পুকুরে মাছ ধরার সময় বগুড়ার কাহালুতে যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মাগুড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে যুবদল নেতা রাহুল সরাকার তার লিজ নেয়া পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় ৮-১০ জন যুবক সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণহারান যুবদল নেতা রাহুল সরকার।

নিহত রাহুল বগুড়া শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের পুত্র। তার বাবা স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে এই হত্যাকাণ্ড।

শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা জানান, এ ঘটনায় যুবদলের নেতাকর্মীরা ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানান তিনি।

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print