ডিসেম্বর ১, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ

বগুড়ায় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল খামে ‘মুজিব শতবর্ষ’ লোগো

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ায় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল চিঠিপত্রে এখনও *‘মুজিব শতবর্ষ’* লোগোযুক্ত খাম ব্যবহৃত হচ্ছে—এমন একটি খাম হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি করা *‘মুজিব 100’* লোগো যুক্ত খাম সাধারণত সরকারি দপ্তরে ২০২০ সাল থেকে প্রারম্ভে ব্যবহৃত হতো। বর্তমানে সেটির ব্যবহার বন্ধ হলেও তা কীভাবে চলমান রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১১ জুলাই) দুপুরে সরকারি আজিজুল হক কলেজে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি খামটি হাতে পাওয়ার দাবি করেন। তিনি জানান, “আজ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি অফিসিয়াল খামটি পেয়েছি, যাতে মুজিব শতবর্ষের লোগো রয়েছে।”

বিষয়টি জানতে চাইলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাজী মনজুরুল হক বলেন, “মুজিব ১০০ লোগো যুক্ত খাম আমরা অনেক আগেই বাতিল করেছি। এটি বাহিরে কীভাবে গেল, তা আমার জানা নেই।

তিনি আরও জানান, এটিকে পুরোনো স্টক ব্যবহারের অংশ হতে পারে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print