আগস্ট ১, ২০২৫ ৬:৪১ পিএম

বগুড়ায় বাঙালি নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার সোনাতলায় বাঙালি নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার পার্শ্ববর্তী বাঙালি নদী থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

সোনাতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মরদেহ বাঙালি নদীতে ভেসে থাকতে দেখা যায়। নদীতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩২ বছর বয়সী যুবকের মরদেহ উদ্ধার করে। মরদেহ কয়েকদিন ধরে পানিতে থাকার কারণপ সারা শরীর ফুলে উঠেছে ও ঝলসে গেছে।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী জানান, নিহত যুবকের পরিচয় এখনো জানা যায় নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুই-তিনদিন আগের মরদেহ এটি। তবে হত্যা নাকি অন্যকোন কারণ তা তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print