ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

বগুড়ায় বার্মিজ চাকু নিয়ে যুবকের মহড়া, গ্রেপ্তার ২

Oplus_16908288
Oplus_16908288

বগুড়া শহরে ধারালো অস্ত্র ও বার্মিজ চাকু নিয়ে মহড়া দেওয়া দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মহল্লায় দিনেরাতে তাদের দাপুটে আচরণে স্থানীয়রা আতঙ্কিত ও শঙ্কায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

গত মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া সদরের উপশহর নিশিন্দারা চকরপাড়া এলাকায় পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে হাতেনাতে দুটি বার্মিজ চাকু পাওয়া গেছে। শহরসহ সদর উপজেলায় অপরাধ প্রবণতা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা- নিশিন্দারা মন্ডলপাড়া মহল্লার মামুনুর রশিদের ছেলে শাফিউল শিওন (২৭) এবং নিশিন্দারা পূর্ব খাঁ-পাড়ার আব্দুল মজিদের ছেলে আল আমিন (২১)। দুইজনের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই যুবক প্রকাশ্যে বার্মিজ চাকু নিয়ে এলাকায় মহড়া দেওয়ার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। উপশহর পুলিশ ফাঁড়িস্থ নিশিন্দারা চকরপাড়ার একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের সামনে এবং চকরপাড়া মসজিদ এলাকায় তারা সন্দেহজনক চলাফেরা করছিল। গুরুত্বপূর্ণ সড়ক, গলিতে ও মহল্লায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্রের তথ্য পেলেই অভিযানে নামছে পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দিয়ে মাদক, অস্ত্রসহ অপরাধীদের ধরতে সকলের সহযোগিতা চেয়েছেন সদর থানার ওসি মো. হাসান বাসির।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print