সেপ্টেম্বর ২১, ২০২৫ ১২:২৭ এএম

বগুড়ায় বিএনপির নির্বাচন শীর্ষক কর্মশালা ও লিফলেট বিতরণ 

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনীতির প্রেক্ষাপট শীর্ষক বিএনপির সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করে জেলা মহিলা দল। 

শনিবার (২০ সেপ্টেম্বর) শহরের টিএমএসএস মার্কেট অডিটোরিয়ামে বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মেয়র রেজাউল করিম বাদশা।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন।

সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা শাখার সহ সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ সভাপতি ও শহর শাখার সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, তাহাউদ্দিন নাইন। সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সৈয়দ জহুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন।

এদিন শহরের তিনমাথা এলাকায় জেলা মহিলা দলের লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন নেতারা। কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের চক-মাহমুদ গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান মোশারফ হোসেন। তিনি বীরকেদার সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির সামাজিক সংযোগ প্রতিষ্ঠার রূপরেখা (বটম আপ এ্যাপ্রোচ) গবেষণা শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print