বগুড়ায় বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা আজিজুল হক ওরফে মনজু (৫০) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় আদমদীঘি উপজেলার দত্ত বাড়িয়া হিন্দু পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিজুল হক ওই এলাকার আহম্মদ আলীর ছেলে এবং উপজেলার নশরতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান।
জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজিজুল হকের বিরুদ্ধে আদমদীঘি থানায় দায়েরকৃত মামলা নং-১৪ অনুযায়ী তিনি একজন তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় পুলিশ তাকে খুঁজে পাচ্ছিলো না। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে দত্ত বাড়িয়া হিন্দু পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, “আত্মগোপনে থাকা আজিজুল হককে গ্রেপ্তারে পর তার বিরুদ্ধে আগের মামলায় তদন্ত চলমান রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”