বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গাবতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান বিপ্লবকে (৩৭) গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া সদরের এসপি ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বিপ্লব গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের চক-ডঙর গ্রামের মকবুল হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শামিম আহম্মেদ।
তিনি জানান, চলতি বছরের ১৮ আগস্ট বগুড়া সদর থানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার ১৮১ নম্বর আসামি মশিউর রহমান বিপ্লব।
গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। পরে থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে হাজির করে তাকে কারাগারে প্রেরণ করা হবে।