ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৩ পূর্বাহ্ণ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা টহল দলের দ্রুত সহায়তা, আহতদের উদ্ধার

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা টহল দলের দ্রুত সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ) দুপুর সোয়া ২ টার দিকে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

জানাযায়, একটি কাভার্ড ভ্যান পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ এক নারী ও তার দুই শিশু সন্তান ভেতরে আটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে মাঝিরা সেনানিবাস থেকে শেরপুরগামী সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করে। সেনা সদস্যরা আহতদের দ্রুত গাড়ি থেকে বের করে আনেন এবং গুরুতর আহত নারী ও তার সন্তানদের নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করেন।

সেনাবাহিনীর এই দ্রুত ও মানবিক সহায়তা স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করে। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও সেনা সদস্য ও পুলিশ সদস্যদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print