অক্টোবর ২৯, ২০২৪ ১০:০৮ পিএম

বগুড়ায় সন্তানের সামনে মায়ের আত্মহত্যা

ছবিঃ প্রতীকী ছবি
ছবিঃ প্রতীকী ছবি

বগুড়ায় শিশু সন্তানের সামনে নুসরাত জাহান মিম (২২) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শাজাহানপুর উপজেলার শাকপালা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুসরাত জাহান মিম শাকপালা পশ্চিমপাড়া গ্রামের ডা. শফিকুল ইসলামের পালিত মেয়ে। তার স্বামী ঠাকুরগাঁও জেলা সদরের খানকা শরিফ এলাকার বাসিন্দা ফারহান লাবিব। বর্তমানে তিনি নৌবাহীনির পেটি অফিসার হিসেবে ইয়ন মিশনে দক্ষিণ সুদানে কর্মরত আছেন।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম এই তথ্য নিশ্চিত করেন।

ওসি ওয়াদুদ আলম জানান, নুসরাত জাহান মিম তার স্বামী মিশনে দেশের বাহিরে থাকায় ৬ বছর বয়সি এক পুত্র সন্তানকে নিয়ে তার পালিত বাবার বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পালিত বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বাড়ির গেটে ভিতর থেকে ছিটকি লাগিয়ে শিশু পুত্রের সামনে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। শিশুপুত্রটি মাকে ঝুলতে দেখে দৌড়ে গেট খুলে বাইরে এসে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আত্মহত্যার কারন জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print