আগস্ট ১৬, ২০২৫ ১০:৫৩ পিএম

বগুড়ায় সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি 

Oplus_16777216
Oplus_16777216

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন।

গতকাল শনিবার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন কর্মসূচিতে নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার উল্লা আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সহ সভাপতি আব্দুস ছাত্তার, বগুড়া প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফুদ্দৌলা ডিউক, মমিনুর রশিদ সাইন, সাংবাদিক বজলুর রশিদ সুইট, বৈশাখী টেলিভিশন জেলা প্রতিনিধি সুমন সরদার, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন।

উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবু ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, ফিরোজ পশারী রানা, সিরাজুল ইসলাম সিরাজ, আল আমিন, কামরুল হাসান কমল, সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটন, মহাস্থান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন, দৈনিক মাতৃছায়া ব্যুরো প্রধান মেহেদী হাসান লিটন, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি বারী মামুন, সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ, ওয়াহেদ ফকির প্রমুখ।

বক্তারা বলেন, শুধু গাজীপুরে নয়, সারা দেশের সাংবাদিকরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাহসী সাংবাদিকতার জন্য তুহিনকে জীবন দিতে হয়েছে। তাকে প্রকাশ্যে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। তুহিন হত্যায় জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print