বগুড়ায় সামাজিক সংগঠন উৎসব’র আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকেই জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের বামুনিয়া দুর্গা মন্দির প্রাঙ্গণে ওই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নিরীক্ষার পাশাপাশি রোগীদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
সামাজিক সংগঠন উৎসব’র উদ্যোগে ও বামুনিয়া দুর্গা মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় ওই ক্যাম্পেইনে সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী পঞ্চমী রানী সরকার। ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য আলোকপাত করে তিনি বলেন, ‘আমেরিকা থেকে পরিচালিত আমাদের এই সংগঠনটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষদের সেবা প্রদানে আমরা কাজ করে যাচ্ছি। দুর্গাপূজা উপলক্ষ্যে আমরা দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছি। যেখানে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নিরীক্ষাসহ রোগীদের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়।
মেডিকেল শিক্ষার্থী পঞ্চমী রানী আরও বলেন, ‘বর্তমানে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগে আক্রান্ত রোগী দিন দিন বাড়ছে। এর প্রধান কারণ সচেতনতার অভাব। তাই চিকিৎসা সেবার পাশাপাশি আমরা সবাইকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেছি। সবাই যাতে সুস্থ্য থাকে সেই লক্ষ্যে আমরা ক্যাম্পেইন এর মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছি।’
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসা ঝুমুর কুমার সরকার বলেন, ‘আমি দীর্ঘদিন থেকেই ডায়াবেটিস এর সমস্যায় ভুগছি। এই ক্যাম্পেইনে ডায়াবেটিস চেকআপ করেছি। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি। এমন ভালো উদ্যোগ অব্যাহত থাকুক।’
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসা আরো কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে বেশিরভাগই রোগীই ডায়াবেটিস রোগে আক্রান্ত। এই রোগ নিয়ন্ত্রণে রাখতে তারা সবাই অসচেতন। এজন্য ধীরে ধীরে এই রোগের মাত্রা বেড়ে যাওয়ার ফলে শরীরের কর্মক্ষমতা কমে যায় ও দুর্বলতা বাড়ে। ক্যাম্পেইন এ এসে তারা ডায়াবেটিস রোগের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জেনেছে। এসময় তাদের সবাকে চিকিৎসা সেবামূলক অন্যান্য পরামর্শও দেওয়া হয়।
বুধবার ওই ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বামুনিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি নয়ন সরকার ও সাধারণ সম্পাদক গৌতম সরকার। তারা জানান, দুর্গা পূজা উপলক্ষ্যে ‘উৎসব’ নামে ওই সেবামূলক সংগঠন এবার ব্যতিক্রমী আয়োজন করে। আমাদের মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষদের বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়াসহ পরামর্শ প্রদান করা হয়। এমন আয়োজন অব্যাহত থাকুক। তাহলে রোগ সম্পর্কে সবাই অনেক সচেতন হবে এবং সুস্থ থাকতে এসব পরামর্শ গুরুত্বপূর্ণ।
এসময় ওই ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্গানাইজার প্রদীপ কুমার ও তুষার কুমার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন গোপাল চন্দ্র সরকার, রাখাল চন্দ্র সরকার, মিলন সরকার, বিধু রঞ্জন সরকার , শয়ন সরকার, পরেশ চন্দ্র সরকারসহ বামুনিয়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সদস্য পিযুস, বিদ্যুৎ, পিন্টু, পলাশ, অসীম, আকাশ, অর্ঘ, শরৎ, বন্ধন, নিলয়, ঈশ্বরসহ অন্যান্যরা।
