সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৫:২২ পিএম

বগুড়ায় সেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম (৬৮)। তিনি শাহজাহানপুর উপজেলার চকফরিদ এলাকার মৃত শামসুদ্দিন প্রাং-এর ছেলে। পুলিশ জানায়, তাকে রাত পৌনে ১১টার দিকে শহরের কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যজন হলেন ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের ফটিক উদ্দিন মহুরির ছেলে ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি পিয়াস আহমেদ (৩২)। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে। তাকে একই রাতে কলোনী তাজমা এলাকা থেকে রাত ৯টার দিকে গ্রেপ্তার করা হয়।

সদর থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত দুইজনকেই বর্তমানে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print