ডিসেম্বর ১, ২০২৫ ১:৩৬ পূর্বাহ্ণ

বগুড়ায় হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া উপপরিচালকের পদায়ন স্থগিতের দাবিতে বিক্ষোভ

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া উপ-পরিচালক ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিতের দাবিতে বিক্ষোভ হয়েছে।

বুধবার বেলা ১২ টার দিকে হাসপাতালে পরিচালকের কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা এই বিক্ষোভ করেন।

এসময় তারা ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিত করতে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেয়।

গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের দাবি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক পদে পদায়ন পাওয়া ডা. আকুল উদ্দিন আন্দোলন চলাকালীন সময়ে কুষ্টিয়া জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। গণঅভ্যুত্থানের সময় আহতদের চিকিৎসা দিতে তিনি সরাসরি বাঁধা প্রদান করেন৷ এছাড়াও সেই সময় আহতদের চিকিৎসা দেওয়ায় কুষ্টিয়ার তিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন ডা. আকুল৷ পদায়ন পাওয়া উপ-পরিচালক আওয়ামী পন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য বলে দাবি করেন তারা৷ এইসব দায়ে ডা. আকুলকে স্বাস্থ্য মন্ত্রণালয় ওএসডি করে রেখেছিল। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পদায়নের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন হচ্ছে দাবি করে দ্রুত পদায়ন স্থগিতদের দাবি জানান তারা।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতরা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি হাসপাতালের পরিচালক কর্নেল মোঃ মহসীন।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার সাবেক সদস্য সচিব সাকিব খানসহ ছাত্র নেতারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print