ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ

বগুড়ার শেরপুরে মোনায়েম কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার শেরপুরে আব্দুল মোনায়েম কোম্পানির লিমিটেডের বিদ্যুৎ লাইনের অরক্ষিত তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে লিপি খাতুন (৪০) নামের একজন নিহত হয়েছে।

শনিবার দুপুর ১২ টার দিকে ঘোগা বটতলা (ছোনকা) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত লিপি খাতুন ভবানীপুর ইউনিয়নের ইতালি পূর্বপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, আব্দুল মোনায়েম লিমিটেড নামের কনস্ট্রাকশন কোম্পানির উত্তর সাইটে বিদ্যুতের তার অরক্ষিত অবস্থায় ডোবায় পড়ে থাকলে বৃষ্টির পানি জমে সম্পূর্ণ ডোবাটি বিদ্যুতায়ন হয়ে থাকে। দুপুর ১২টার দিকে লিপি খাতুন ছাগলের ঘাস সংরক্ষণের জন্য ডোবার পাশে যায়। এ সময় বিদ্যুতারিত লিপি খাতুন হয়ে গুরুতর অসুস্থ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মিন্টু ও আব্দুল মোনায়েম কোম্পানির ডেইলি লেবার রাসেল বলেন, আমরা দেখি আব্দুল মোনায়েম কোম্পানির উত্তর সাইডে অনেক লোকজন জমেছে। সেখানে গিয়ে দেখি লিপি খাতুন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে পড়ে আছে। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লিপি খাতুন একসময় এই কোম্পানিতে ডেইলি লেবার হিসেবে কাজ করতো।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print