ডিসেম্বর ১, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ

বগুড়া আজিজুল হক কলেজে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে শাহ সুলতান (২৮) নামের এক সাবেক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কলেজ শাখা ছাত্রলীগ নেতা আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে।

আহত শাহ সুলতান বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি আজিজুল হক কলেজের কামারগাড়ি গেটে ছুরিকাঘাত ও মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী শাহ সুলতান বাদী হয়ে ছাত্রলীগ নেতা আরিফ হোসেনসহ ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় বাকি অভিযুক্তরা হলেন, এসএম আশিক (২৮), মনি (২৩), জনি (২৬) ও সুবাস (২৭)। তারা সবাই শহরের কামারগাড়ি এলাকারবাসীন্দা।

জানা যায়, বুধবার শাহ সুলতান তার বন্ধুদের নিয়ে কলজে ক্যাম্পাসের কামাড়গাড়ি গেটে আড্ডা দিচ্ছিলেন।

রাত সাড়ে ৮টার দিকে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা আরিফ পূর্ব শত্রুতার জেরে তার প্রায় ৫ থেকে ৭ জন সহযোগীদের নিয়ে লাঠি হাতে হামলা চালান। এসময় শাহ সুলতানকে বেধড়ক প্রহার করা হয়। একপর্যায়ে শাহ সুলতানকে ছুরিকাঘাত করেন আরিফ।

ছুরিকাঘাতের ঘটনার বিষয়ে জানতে চাইলে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক বুলবুল জানান, আরিফ বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মসূচীতে থেকেছে। তবে তিনি পদপ্রাপ্ত কেউ নন। এমনকি বিভিন্ন সময় আরিফ রাজনৈতিক ভাবে তার অবস্থান পরিবর্তন করেছেন। তার সাথে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, ছুরিকাঘাতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এছাড়াও অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী জানান, সিসিটিভি ফুটেজে ঘটনাটি শনাক্ত হয়েছে। পুলিশকে অবগত করা আছে তারা আইনগত ব্যবস্থা নিবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print