ডিসেম্বর ১, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ণ

বগুড়া শহরে যানজট নিরসনে নানামুখি পরামর্শ গ্রহন

বগুড়া শহরে যানজট নিরসনে নানামুখি পরামর্শ গ্রহন
বগুড়া শহরে যানজট নিরসনে নানামুখি পরামর্শ গ্রহন। ছবি: এনসিএন

জেলা প্রশাসনের আয়োজনে বগুড়া শহরের তীব্র যানজটের কারন ও সম্ভাব্য প্রতিকার বিষয়ে এক আলোচনা সভা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক ও উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী।

সভায় জানানো হয়, ২ হাজার ইজিবাইককে রেজিস্ট্রেশন হবে। অর্থাৎ একদিন যে ইজিবাইক চলবে পরদিন সেটির চলাচল বন্ধ রাখতে হবে। কোন দিন কোন ইজিবাইক চলাচল করবে তা রেজিস্ট্রেশন নম্বরের জোড় এবং বিজোড় সংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

সভায় যানজট নিরসনে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি মোট ২১টি সুপরিশমালা উপস্থাপন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন আহমেদ।

এতে মধ্য মেয়াদি পরিকল্পনা হিসেবে বগুড়া শহরে মাটিডালি থেকে বনানী পর্যন্ত টাউন সার্ভিস বাস চালু এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় শহরের মধ্য দিয়ে বয়ে চলা করতোয়া নদীর দুই তীরে বিকল্প সড়ক নির্মাণ করে যনজ্ট নিরসনের সহয়ক হবে বলে মত প্রকাশ করা হয়।

উলেখ্য জেলা শহরে প্রায় ৬০ হাজার সিএনজি থ্রি-হুইলার, ইজিবায়িক, ব্যাটারী চালিত চিক ও মোট চাকার রিক্সা চলাচল করে। এর মধ্যে থ্রি-হুইলার, ইজিবায়িক, ব্যাটারী চালিত চিক ও মোট চাকার রিক্সা চলাচল করে। এতে শহর রাস্তা এখন এই সব যানবনের দখলে। এদের দাপটে পথচারীদের চলাচল করতেসমস্যায় পড়তে হচ্ছে।

এনসিএন/এএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print