ডিসেম্বর ১, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ণ

বগুড়া সদরে কর মেলা অনুষ্ঠিত

বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে কর মেলা অনুষ্ঠিত হয়েছে
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে কর মেলা অনুষ্ঠিত হয়েছে। ছবি: এনসিএন

রোববার বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

এদিন মেলায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর মেলা পরিদর্শন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

এসময় সফিক বলেন, কর মেলার মাধ্যমে ইউনিয়নের সকল ক্ষেত্রে উন্নয়ন হয়। বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তার প্রমাণ দেশের সর্ব বৃহৎ পদ্মা সেতু। মানুষ কর দিতে উৎসাহী। যদি আরও দুই একদিন মেলার সময় বৃদ্ধি করার প্রয়োজন হয় তা বৃদ্ধি করার আহবান জানান তিনি।

কর মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম, ইউপি সদস্য রানিমা, সোহেল রানা ঘটু, মোরশেদা বেগম, হালিমা বেগম, তাইজুল ইসলাম, আবজাল হোসেন প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print