ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

জেলার ১৫০৪টি ঈদগাহে ১৬৬৭টি কেন্দ্রে ঈদ জামাত অনুষ্ঠিত হবে

বগুড়ার কোথায় কখন ঈদ জামাত

ঈদ জামাত শেষে শিশুরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। ছবি: ইন্টারনেট
ঈদ জামাত শেষে শিশুরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। ছবি: ইন্টারনেট

দীর্ঘ দুই বছর পর বগুড়ার ঈদগাহ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার প্রধান ঈদ জামাত মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল ৯টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এবার বগুড়া জেলায় মোট ১৫০৪টি ঈদগাহ মাঠের ১ হাজার ৬ শত ৬৭টি কেন্দ্রে ঈদ জামাতে অংশ নিবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। এদিন পৌর এলাকার চকলোকমান জামিল মাদরাসায় প্রথম জামাত সকাল ৭ টায় এবং দ্বিতীয় ঈদ জামাত ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়াও বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করোনেশন স্কুল মাঠ ও মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পাশাপাশি সকাল ৯টায় শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, সুলতানগঞ্জ পাড়া ঈদগাহ, ফুলদিঘী ঈদগাহ ও সাবগ্রাম ঈদগাহে অনুষ্ঠিত হবে। শহরের আটাপাড়া আল্লামিয়াততা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদ জামাত পড়বে মুসল্লিরা।

আড়ও পড়ুন: ঈদের জামাতে হামলার আশঙ্কা নেই: বগুড়া পুলিশ সুপার

ঈদ জামাত সম্পর্কে জেলা পুলিশ সূত্র জানিয়েছে, এবারের ঈদে বগুড়া জেলার ১২টি উপজেলায় ১৫০৪টি ঈদগাহে এবং ১৬৩টি মসজিদে ঈদ জামাত পড়বেন ইসলাম ধর্মের অনুসারীরা।

এদিকে ১৫০৪ টি ঈদগাহ মাঠের মধ্যে সদর উপজেলার ৪২টি, শাহজাহানপুরে ৫৫ টি, শিবগঞ্জে ১৬২ টি, গাবলীতে ১৫৭ টি,সোনাতলায় ৯৯ টি,আদমদিঘীতে ২১০ টি,দুপচাঁচিয়া ১০৪ টি, কাহালুতে ১৪১ টি,নন্দীগ্রামে ১৩৭ টি, শেরপুরে ১১২ টি, ধনুটে ১৬০ টি ও সারিয়াকান্দি উপজেলার ১২৫ টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ১৬৩ টি মসজিদের মধ্যে সদর উপজেলার ৬ টি,শাহজাহানপুরে ১০ টি,সোনাতলায় ১৫ টি,কাহালুতে ১ টি,নন্দীগ্রামে ২৫ টি, শেরপুরে ৮ টি, ধনুটে ৬৫ টি ও সারিয়াকান্দি উপজেলার ৩৩ টি মসজিদে ঈদ জামাত পড়তে পারবেন মুসল্লিরা।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print