ডিসেম্বর ১, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ

বগুড়ার শেরপুরে বিএসটিআই’র অনুমোদনবিহীন পাইপ ফ্যাক্টরীকে জরিমানা

বগুড়ার শেরপুরে বিএসটিআই’র অনুমোদনবিহীন পাইপ ফ্যাক্টরীকে জরিমানা
বগুড়ার শেরপুরে বিএসটিআই’র অনুমোদনবিহীন পাইপ ফ্যাক্টরীকে জরিমানা। ছবি: এনসিএন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৫ টায় বগুড়া জেলার শেরপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ইউ-পিভিসি পাইপ’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় ধুনট মোড় মাজার গেট এলাকায় অবস্থিত মেসার্স মুহিদ প্লাস্টিক কোম্পানীকে মিলকে বিএসটিআই ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বগুড়ার শেরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), সাবরিনা শারমিন এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালশ পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই জেলা অফিসের ইন্সপেক্টিং অফিসার (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই জেলা অফিস, বগুড়া এর সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মোঃ মিজানুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print