বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র মাদকবিরোধী অভিযানে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ একজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বেলা পৌণে ১২ টার সময় ডিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া ডিবির একটি টিম গত বুধবার (১০ আগস্ট) সাড়ে ৩ টার সময় বগুড়ার শাজাহানপুর উপজেলার জাহাঙ্গীরাবাদ সেনানিবাস মেইন গেটের উত্তর পাশে মোশারফ মার্কেট এর সামনে থেকে ৭০০ (সাতশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বিপ্লব হোসেন সরদার (৩৯) নামের এক ব্যক্তিকে ৭’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ বিপ্লব হোসাইন সরদার (৩৯), জেলার শাজাহানপুর উপজেলার বয়রাদিঘী এলাকার মৃত আমেদালী সরদারের ছেলে।
বগুড়া ডিবি’র ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, আসামী মোঃ বিপ্লব হোসাইন সরদার এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৯ টি মামলা রয়েছে।
