ডিসেম্বর ১, ২০২৫ ৬:২১ পূর্বাহ্ণ

বগুড়ায় ঈদের রাত ১০টা থেকে ৪৮ ঘন্টা গ্যাস সংযোগ বন্ধ

বগুড়ায় ঈদের রাত ১০টা থেকে ৪৮ ঘন্টা গ্যাস সংযোগ বন্ধ। ছবি: এনসিএন
বগুড়ায় ঈদের রাত ১০টা থেকে ৪৮ ঘন্টা গ্যাস সংযোগ বন্ধ। ছবি: এনসিএন

ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা।

সোমবার (২৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন পেট্রোবাংলার বগুড়া সেলস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে পেট্রোবাংলার জিটিসিএল এর মেরামত কাজের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানীর পরিকল্পনা ও উন্নয়নের মহব্যবস্থাপক ফজলে আলম জানান, পাইপ লাইনের সংস্কার কাজের জন্য বঙ্গবন্ধুর সেতুর পূর্বপাড় থেকে সঞ্চালন লাইন বন্ধ থাকবে।ফলে বগুড়াসহ উত্তরাঞ্চলে গ্যাস সঞ্চালন বন্ধ থাকবে। তবে বাসাবাড়িতে সংযোগ দেয়ার জন্য দ্রুত মেরামত কাজ শেষ করা হবে।

জানা যায়, বগুড়ায় আবাসিক ও বাণিজ্যিক মিলে পিজিসিএলের অন্তত ৩০ হাজার গ্রাহক রয়েছেন। বগুড়া সেলস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গ্যাস লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য আবাসিক, বাণিজ্যিক কলকারখানা এবং সিএনজি স্টেশন গুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঈদের সময় এই সিদ্ধান্তে জনদুর্ভোগ বাড়ার বিষয়ে তিনি বলেন জানান, ঈদের সময় সর্বক্ষেত্রে চাপ কম থাকবে। দিনে সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সব কিছু ভেবেই ঈদের দিন থেকে পরবর্তী ৪৮ ঘন্টা সময় বেছে নেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print