ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪১ পূর্বাহ্ণ

বগুড়ায় কাল বৈশাখী তান্ডব, গাছের নিচে রাত্রিযাপন করছে অসহায় পরিবার

বগুড়ায় কাল বৈশাখী তান্ডব, গাছের নিচে রাত্রিযাপন করছে অসহায় পরিবার। ছবি: এনসিএন
বগুড়ায় কাল বৈশাখী তান্ডব, গাছের নিচে রাত্রিযাপন করছে অসহায় পরিবার। ছবি: এনসিএন

বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি গরীব পরিবারের থাকার একটি মাত্র ঘর ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে। এরপর থেকেই ওই পরিবারটি গাছের নিচে রাত্রি যাপন করছে। এজন্য তারা বিত্তশালীদের কাছে সাহায্যেরও আবেদন জানিয়েছেন।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া মধ্যপাড়া গ্রামের দরিদ্র নছিম উদ্দিনের দরিদ্র পুত্র নাছির উদ্দিন মানুষের সহযোগীতায় টিনের ছাপড়া দিয়ে দুই কক্ষ বিশিষ্ট একটি বাড়ী নির্মাণ করে বসবাস কর আসছে।

তবে গত শুক্রবারের ঘূর্ণিঝড়ে নাছিরের বাড়ির সম্পূর্ণ টিনের চাল ও বিদ্যুতের মিটার উড়ে যেয়ে বিদ্যুতের তারের সাথে ঝুলে আছে। এ অবস্থায় সে পরিবারের ৪জন সদস্যকে নিয়ে গাছের নিচে রাত্রিযাপন করছেন।

অন্যদিকে বাঘোপাড়া মন্ডলপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম ও নজরুল ইসলাম পুত্র নাজিম উদ্দিনের ঘরের উপর গাছ পরলে অল্পতেই প্রানে বেঁচে যান তারা। এতে প্রায় ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে তাদের।

এনসিএন/আরআই

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print