ডিসেম্বর ১, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

বগুড়ায় গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় গলাকাটা লাশ উদ্ধার।
বগুড়ায় গলাকাটা লাশ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে ধান ক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গলাকাটা লাশটি বগুড়া সদরের সাবগ্রাম এলাকার চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে আখের উদ্দিন (৪০) এর।

পুলিশ জানিয়েছে, নিহত আখের উদ্দিনের বিরুদ্ধে দুটি হত্যা ও একাধিক মামলার আসামী।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহর পাশে একটি পালসার মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল। তাকে দূবৃত্তরা পূর্ব পরিকল্পিত ভাবে ডেকে এনে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে হয় ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print