বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র মাদক বিরোধী অভিযানে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় ডিবির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়, বগুড়া ডিবির একটি টিম সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে শহরের চারমাথা এলাকার সেঞ্চুরী মোটেলের সামনে থেকে ১০ (দশ) কেজি গাঁজাসহ দুইজন ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার মোল্লাপাড়া এলাকার মৃত শ্যালম রায় এর ছেলে নিপিল রায় (৩০) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নামো জগন্নাথপুর এলাকার মোঃ মাইনুল হকের ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৬)।
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এনসিএন/বিআর
