ডিসেম্বর ১, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ণ

বগুড়ায় চাঞ্চল্যকর রবিন হত্যা মামলায় গ্রেফতার ১

বগুড়ার সাবগ্রামে চাঞ্চল্যকর রবিন (২২) হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২০ জুন) ভোর সাড়ে চারটার দিকে শিবগঞ্জের শওলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হলেন, উপজেলার শওলা গ্রামের কাওছার আলীর ছেলে শাহাদত শাহাদুল (১৯)।

এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতার শাহাদত হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানববন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

তবে গ্রেফতার হওয়া শাহাদত এজাহারভুক্ত আসামি নয়। তদন্তের পর হত্যাকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের তথ্য পাওয়া যায় বলেও জানিয়েছে ওই সূত্রটি।

ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার শাহাদত নিজের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় জড়িত অন্যানদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

এর আগে, চলতি মাসের ৯ তারিখে শাহাদতসহ তার অন্য সহযোগীরা রবিনকে ঘুনিয়াতলা হাইস্কুল মাঠে অনুষ্ঠান দেখার কথা বলে ডেকে নেয়। এরপর সিগারেট খাওয়ার কথা বলে স্কুলের উত্তর পাশের টয়লেটের পেছনে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার পরে রবিনের মা রুপালী বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সেসময় মামলায় ২ থেকে ৩ জনের নাম উল্লেখসহ আরো ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print