বগুড়া সদর উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) কর্তৃক আয়োজিত “জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে সরকারি সেবা সহজীকরণের লক্ষ্যে জাতীয় তথ্য বাতায়ন (ওয়েব পোর্টাল) এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক প্রশিক্ষণ” সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার বিকাল ৩টায় এই অনুষ্ঠানটি সদর উপজেলা অডিটোরিয়ামে হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন।
এদিন বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল হোসেন, সহকারী প্রোগ্রামার মোঃ মাহামুদ সরকার, জাইকা প্রতিনিধি মোঃ সামিউল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল।
উল্লেখ্য, গত সোমবার এর উদ্বোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
