ডিসেম্বর ১, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনা

বগুড়ায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার বগুড়া সদর থানাার সন্ধ্যা ৭টায় কালিবালা নামক স্থানে ২য় বাইপাসে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া সদরের ধরমপুর ওলিরবাজার এলাকার আলহাজ্ব কাজলের ছেলে রেদোয়ান মিয়া (১৭) এবং একই এলাকার শাহীনুর শেখের ছেলে সাদিক শেখ (২১)।

এদের মধ্যে রেদোয়ান বগুড়া এপিবিএন স্কুলের এবং সাদিক নুনগোলা কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে মাটিডালীর দিকে চালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে কালিবালা এলাকায় ঢাকাগামী কাঁচামালবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিক ও রেদোয়ান নিহত হয়।

বগুড়া সদর থানা এলাকার ফুলবাড়ি ফাঁড়ির এস আই আব্দুল কাইয়ুম জানান, দুই শিক্ষার্থীর লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাক জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print